স্বপ্নের ঘুড়ি
স্বপ্নের ঘুড়ি


শরৎ এলেই উড়াই ঘুড়ি রঙিন আকাশ নীলে,
যেথায় মনের সুখে বেড়ায় ঘুরে শঙ্খচিলে।
দুর্বার টানে চলে যাই ছুটে সবুজ মাঠের পানে,
উল্লাসে মোর হৃদয় দোলে দেবী আগমনী গানে।
রঙবেরঙের ছোট বড় ঘুড়ি, অনেক স্বপ্ন মাখা,
আসমানে’তে বেড়ায় ঘুরে, যায় না ধরে রাখা।
দমকা হাওয়ায় ছুটে যেতে যায় শুভ্র মেঘের দেশে,
জানি না সেই কোন সুদূরে থামবে গিয়ে শেষে।
লাটাই হাতে সুতো ছাড়ি আকাশপানে চেয়ে,
তরতর করে উঠে যায় ঘুড়ি স্বপ্নসিঁড়ি বেয়ে।
মাঞ্জা দেওয়া সুতো নিয়ে খেলি কাটাকুটি খেলা,
হুঁশ থাকে না কোন ফাঁকেতে কেটে যে যায় বেলা।
দূর আকাশে কখন যে তার সুতোর বাঁধন ছিঁড়ে,
ভোকাট্টা হয়ে চলে যায় ঘুড়ি কোন সে অচিনপুরে।