বৃষ্টি প্রেয়সী
বৃষ্টি প্রেয়সী
তোমার সাথে হঠাৎ দেখা অনেক বছর পরে,
উতল হাওয়া, গুরুগুরু মেঘ, অঝোর বৃষ্টি ঝরে।
বাদল ধারায় বাসস্টপেতে দাঁড়িয়ে তুমি একা,
মনের রঙিন স্বপ্নগুলো মেলে দিল পাখা।
মনবীণায় উঠল বেজে পুরনো প্রেমের সুর,
তুমি ছাড়া জীবন আজ বেদনাবিধুর।
কালো মেঘে যখনই ঐ আকাশ যেত ছেয়ে,
কতই না খুশি হতে ওগো সোনার মেয়ে।
বৃষ্টিজলে ভিজতে তুমি বাসতে বেজায় ভালো,
তোমার হাসি মুখখানিতে জগত আমার আলো।
শীতল হাওয়ার হিমেল পরশে জুড়িয়ে যেত প্রাণ,
তখনই তুমি উঠতে গেয়ে রবিঠাকুরের গান।
তোমার আশায় প্রহর গুণি সারাটি দিন ধরি,
সন্ধ্যেবেলা আসতে তুমি পরনে নীলাম্বরী।
মেঘ কালো, কালো তোমার দীঘল ঘন চুল,
তুমি আমার ভালোলাগা প্রথম কদম ফুল।
তোমায় নিয়ে হেসেখেলে কেটে যেত বেলা,
দু’জনাতে গেঁথে নিতেম বকুল ফুলের মালা।