হৃদকমলে
হৃদকমলে

1 min

495
হে মনোমোহন, শিখিপাখাধারী নয়নলোভন,
প্রেমী হে আমার, ওহে প্রিয়তম জন, মোহন,
জগত্তারণ, পালনকারী ভাবসখা বিনোদন,
ত্যাজিতে পারি এ ক্ষুদ্র তুচ্ছ মলিন জীবন।
শ্রীকৃষ্ণ গোবিন্দ মুরালিধারন, হে মধুসূদন,
প্রণতি মুরারিমোহন, বৈকুণ্ঠমণি নমঃ নারায়ন।
হৃদয়রঞ্জন যার চরণতলে প্রণত জীবকূল ত্রিভুবন,
নিত্য তারে ভজি পূজি হৃদকমলে করি স্বামী আপন।
(বিষয়: আস্তিক না নাস্তিক?)