হতাশার চূড়ান্তে
হতাশার চূড়ান্তে
হতাশার চূড়ান্তে prompt- 20
মানিক চন্দ্র গোস্বামী
গরীবের ঘরে জন্মেছিস তুই
খাওয়ার বায়না কেন?
পেটে কিল মেরে, পড়ে থাক ওরে,
লালসা জাগে না যেন।
নুন আনতে পান্তা ফুরায়
এমন ঘরেতে ঠাঁই,
রাজার ভোজন সহ্য হবে না,
পেট করে আঁইঢাই।
বিরিয়ানির স্বাদ পেয়েছিস
উচ্ছিষ্টের পাতায়,
তাই বলে কেন জেদ ধরেছিস,
বুদ্ধি কি নেই মাথায়?
মাথা গোঁজার ঠাঁই নেই যার,
ফুটপাথেতে বাস;
ভালো খাওয়ার ইচ্ছে ছেড়ে
লিপ্সাতে টানো রাশ।
মন্ডা, মিঠাই, লুচি, পায়েস
স্বপ্নে দেখে নিও,
ঘরে বানিয়ে খাওয়ার চিন্তা
মন থেকে ঝেড়ে দিও।
যা পাচ্ছ মুখে তুলে নাও,
হোক না সে রুটি বাসি,
পেট না ভরুক, মনকে ভরাও,
মুখেতে থাকুক হাসি।
মায়ের ব্যথা বুঝবি কি তুই,
বয়স হয়নি বেশ;
বাপটি জেদে বুঝলো না কিছু,
মদেই হলো শেষ।
আমার কি আর ইচ্ছে হয় না
মুখোরোচক খেতে,
শক্ত করেই মনকে গড়েছি
তবু, কান্নায় বুক ফাটে।
ঘেন্না ধরেছে জীবনের প্রতি,
ক্ষুধার জ্বালা যে অহর্নিশ;
শান্ত হতো এই অগ্নিশিখা,
পেতাম যদি বিষ ।
