STORYMIRROR

Arunava Sar

Children Stories Comedy Inspirational

3  

Arunava Sar

Children Stories Comedy Inspirational

ছোটন এর হাতে ফোন

ছোটন এর হাতে ফোন

1 min
153

ছোটন মায়ের ফোন হাতে পেয়ে ভাবছে গেছে বর্তে।

তবে মা দিয়েছেন ফোন টুকু কয়েক ডজন শর্তে।


খাওয়ার সময় খাওয়া হবে পড়ার সময় পড়া।

কাজের সময় ফাজলামি মোটেই যাবেনা করা।


এটা সেটা ঘাটা যাবেনা মা যা দেবে শুধু তাই।

দাদা ভায়ে মিলে মিশে ঘাটবে, চলবে না লড়াই।


পড়ার পরে যেটুকু সময় থাকবে তোমার হাতে।

দেব তখন স্মার্টফোন টা ভালোবাসার সাথে।


আজকাল নাকি যুগের ফের ! সবাই ফোন ঘাটে !

ছোটন এর দাদু তাইতো বলে শুয়ে শুয়ে খাটে।


আগে নাকি রাখতো খেয়াল করছে সবাই কি বা।

আজকাল নাকি ফোনেই মত্ত বলে দিদা কাটে জিহ্বা।


ছোটন তবু এসব খুব মন দিয়ে শোনে,

কি কি জিনিস শিখল আজ আঙ্গুলের কড় এ গোনে।


ছোটন ত আমরা সবাই আট থেকে আশি।

তাও কি পুরোনো কে আজও ভালোবাসি?


রাখলেই মনে , ফোনকে দূরে রাখতে হয় মাথা থেকে রাতে ।

স্মার্টফোন কে নাই বা আনলে খাবার পাতে।


মজার জীবনের স্রোত এর বাইরেও আছে ?

হ্যা, এর চেয়েও মজা থাকতে পারে,

পারিবারিক সঙ্গীত, খেলার কাছে।


ছোটন এর কথা যদি আরো তুমি শুনতে চাও।

নিজের কথা " বক্তব্য বাক্সে " রেখে য...


আমরাই হয়তো ছোটন , সেইতো মজা চায়।

অন্য নানান মজায় মেতে ফোনকে বল গুডবাই


              



Rate this content
Log in