STORYMIRROR

Arunava Sar

Tragedy Inspirational

3  

Arunava Sar

Tragedy Inspirational

উত্তরাখণ্ডের বন্যা ; একটি খোলা চিঠি

উত্তরাখণ্ডের বন্যা ; একটি খোলা চিঠি

1 min
199

হিমবাহ গলে বোধয় বন্যা এলো তাই

মরছে নাকি উত্তরাখণ্ডে ?! ,

   মানুষের খোঁজ পাওয়া যায় নাই,


উত্তরাখণ্ড কে দরকার পড়েছে তোমার দুটি হাত,

ছড়িয়ে দাও লিংকটা যেখানে পারো ফাটাফাট,


জমলে টাকা সাহায্য যাবে গরীব দুঃস্থ প্রাণে

ওদের অবস্থা কেমন ওরাই এখন জানে !


লিঙ্কটায় বলছে এই বন্যার দায় আমাদেরও,

নিজের হাতেই প্রকৃতিকে সুস্থ,সুন্দর করে তুলতে পারো,


আশা করি বন্ধ হবে এসব দিয়ে নানান দিক,

            আবার সব হয়ে যাবে ঠিক ।


যেখানে এই সময় গ্লোবাল ওয়ার্মিং এর জন্যই কি

       উত্তরাখণ্ড এর মানুষ নিরুদেশে ?

       

  রইলো এই খোলা চিঠি , সচেতন করো

              মানব জাতির উদ্দেশ্যে ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy