দেখছি জগৎ আবার উঠে
দেখছি জগৎ আবার উঠে
জগৎ গেছি ঘুরে আমি ভেসে আবেগ স্রোতে ,
পড়ে রয়েছি আজও ধরিত্রীর কোণে , এ আশ্চর্য জগতে !
জগতের দশা , জগতের রং ;
জগতেই বাসা , যত খেলা - ঢং !
জগতের বাড়ি , জগতের ঘর ;
সেই জগতেই ভেসে গিয়েছে নদী - নং ;
উত্তর থেকে পশ্চিমে গেছে ,
পূর্ব থেকে দক্ষিণে
পাহাড় - চূড়া বেয়ে
হাজার - হাজার মাইল ,
অতিক্রান্ত করেছে শত-শত সহস্র-সহস্র দিনে ।
যে পথের ঠিকানাটা খুঁজে আজও পাই নাই ।।
যে পথের শেষ কোথা তত আজও জানা নাই !!
আজ যে বড়ো একা ভাবী খোলা ঘরের কোণে ,
বড়ো ব্যথার ঢেউ এসে মেশে সামনের ঝাউ বনে ।
শিশিরে বৃন্ত ভিজে যায় সামনের ঝাউ বনে ,
সারি - সারি বটে র পাতা সায় দেয় দুলে - দুলে ।
তবে আমি যাইনি আজও ভুলে
এই স্রোতের প্রকোপ যাবে আবার কেটে ,
বেরিয়ে পড়ব আবার
কষ্টের বেড়াজাল খুলে !
ঝড় ঠেলে খুলে যাওয়া গেটটা
যে দিতে হবে আবার এটে !
