STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

ফাগুন 🍁

ফাগুন 🍁

2 mins
257


রঙিন সাজে এলো রে ফাগুন রাজা !

ঢোলক বাজে দেশোয়ালী তানে !

রাঙা ধুলো ওড়ায় হোলির গানে ,

মৃদঙ্গ বাজে,আর বাজে খোল,

খঞ্জনীতে রিনিঝিনি আওয়াজ তোল !

আকাশ জুড়ে রঙের বাহারে 

রঙ খেলছে আবিরে গুলাবে , 

 মেঘ উড়ছে হালকা ডানায় আর

ডানায় বাজে তার ওড়ার পালক!

রঙের বাহারে ভরে উঠেছে কবির বুক , 

কানায় কানায় শুধু সুখ আর

 হারিয়ে যাওয়া -ফেলে আসার দুখ । 

হঠাৎই একদিন উঠেছিল ঢেউ ,

এলোমেলো হাওয়ায় আজ যেন 

ফিরে গেছে ফাগুনের দিন।

ব্যবধান রেখে মাঝখানে কেবলই 

পড়ে আছে উদাসী মাঠ.....

প্রান্তরে প্রান্তরে কৃষ্ণচূড়ায়,

জড়িয়ে আছে এক অদ্ভুত বিষাদ।

ভুলতে চেয়ে এক প্রস্থ ফাগুনের আগুন।

আজ রঙ খেলবে সর্বহারা , 

ছন্নছাড়ার দল ।

আজ বসন্তের পরব 

ফাগুনের উৎসব । 

চারিদিকে লাগুক আগুন 

আগুন মানে তো আগুনই ।

তাই জ্বলুক আগুন । 

আলোয় আলোয় ভরে উঠুক চারদিক ।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract