মেঘলা মন 💚
মেঘলা মন 💚
সূর্য উঠেছে অনেকক্ষণ, কিন্তু এখনও
সকাল হয়নি !
রহস্য ছড়িয়ে ঘুরে বেড়াচ্ছে আমার অদ্ভুত
মেঘলা মন,
আস্তিনে গুটানো সত্যিই আছে কিনা বৃষ্টি,
খবর রাখিনি,
একবার দরজা খুলি, আবার একবার বন্ধ
করি একান্তে।
দামাল ঝড় সামাল দেওয়ার এক নির্বোধ অধ্যাত্মিকতা,
আমাকে সংসার মন্ত্রে , সন্ন্যাস ধর্মে যেন
দীক্ষিত করে।
বুকের ভিতর পাড় ভাঙে বাউল সেই
বসন্তের চোরাস্রোত,
অকূলে ভাসতে ভাসতে পার হই এক
রোমান্টিক দহন।
যদিও জানি, ভিতরে বাহিরে এ টানাপোড়েন
আমার অধীন নয়,
পুড়তে চাইলে ভিজে যাই, আর ভিজতে
চাইলে পুড়ি !
মনের মেঘ ফালাফালা করে নেমে আসে
রূপোলি ভয়
আমি যে মেঘদূত হতে পারি না, মেঘনাদও
হতে পারি না!
অনিয়ন্ত্রিত মুঠোর ফাঁক গ'লে ভোকাট্টা
ঘুড়ির মতো,
এ বিশ্ব চরাচরে লাট খেতে খেতে
আকাশ পর্যটনে
একবার মেঘ ছুঁয়ে আসি, আর একবার
রৌদ্রজ আলো।
সময় চলে যায় সময়ের মতো, হয়তো
আবারও , আবারও...
একটা তুমুল বৃষ্টি হয়ে ঝরে পড়তে জানিনা
আরও কত দেরি !!
