STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational Others

3  

Piyali Mukherjee

Abstract Inspirational Others

উইশ-লিস্ট ⛄

উইশ-লিস্ট ⛄

1 min
8

ইচ্ছেডানায় ভর করে ইচ্ছেরা সব জেগে ওঠে।

 মনে-মনে তখন স্যান্টা ক্লজ-কে 

একটা বড়ো চিঠি পাঠাই। 

উইশ-লিস্টের ফর্দও লম্বা হয়।  

লাল ডায়েরিতে লিখে ফেলি, যা যা মনে হয় তখন,

বলি ফিরিয়ে দাও,অনেক কিছু, সেই সবকিছু,

 কেড়ে নিয়েছে যা সময়। 

ফিরিয়ে দাও প্রাণখোলা শৈশবের মাঠ।

ফিরিয়ে দাও ভুলে-যাওয়া পার্কের খেলা-ধুলো, 

ফুল, হাসি-গান,

খুচরো কেনা-কাটার শীতের সেই ময়দান। 

ফিরিয়ে দাও হারানো সেই হেঁটে যাওয়া

ফুটপাথ।  ফিরিয়ে দাও

এক-একটি ফেলে-আসা গান,

এক-একটি পরিচিত মুখ,

এ-সময় যাদেরকে নিয়ে গেছে, সব।


উজ্জ্বল আগের শহর, হারিয়ে-ফেলা ওম, 

শীত রাতে হাত গরম করার আগুন । 

আর

নিয়ে যাও হৃদয়ের শীত, ভয়, তুষারপাত, 

শরীরের সমস্ত অসুখ ...

 আলো-ঝল্ মল্ পার্ক স্ট্রীট, 

মাঝরাতে গানে-গানে মুখরিত ! 

শুধু  প্রতিধ্বনিত হয়

চার্চে ইস্টার পালন, বড়দিনের আনন্দ।

সেই  যিশু যাঁর কাঁটার মুকুট, 

হৃদয়ভরা রক্তগোলাপ, 

আমাদের পাপ পিঠে নিয়ে,

 সেই যিনি ক্রুশবিদ্ধ হয়েছেন।

আজ তিনি মা'র কোলে শিশু,

সেই প্রিয় পরিচিত যিশু। 

তাঁর আবির্ভাবের আভায়, 

কলকাতা আজও আলোকিত , 

কিন্তু রয়েছে একটা অদৃশ্য শক্তির উৎস।

ভাবতে গিয়ে আমি কিছুই পাই না ভেবে! 

শুধু বলি

সব-কিছু ঠিক করে দাও, 

ভালো সময়টা পাঠাও -

তোমার ওই লাল ঝুলি-ভ'রে ,

সব উষ্ণতা ফিরে পেতে চাই !

আমি আবার স্যান্টাকে উইশ-লিস্ট পাঠাই ..

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়) 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract