STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

শীতের শেষে 🍁

শীতের শেষে 🍁

2 mins
10

হেমন্তেই ভেসে আসে জনারণ্যে

অরণ্যের ঝরাপাতার গান ,

হেমন্তের স্বরেই চরাচর পায় তার অভিজ্ঞান। 


নক্ষত্রেরা চেয়ে দেখে বিস্ময়ে

তাদের চেয়ে আরো এক উজ্জ্বল জ্যোতিষ্ক

তাদের থেকে অনেক আলোকবর্ষ দূরের

পৃথিবীতে নেমে 

যেন বাংলার অর্ফিউস হয়ে

কোন এক মেঠো পথের ধারে..

কোন গাঁয়ের পথভোলা এক নদীর পাড়ে 

বাজায় স্বপ্নসম্ভব বাঁশির সুর ,

নিজেরই হৈমন্তিক স্বরে! 


সেই সুর এখনও বাতাসে বাতাসে

বাংলার মানুষের শ্বাসে প্রশ্বাসে

কেন যে বারবার ফিরে ফিরে আসে! 

হয়তো তা রয়েছে গোপন

হেমন্তের ধানের শীষে, 

হয়তো শীতের মিঠে রোদ্দুরে, 

হয়তো বা কোকিল দোয়েল চন্দনা ফিঙে

বা নাইটিঙ্গেলের নিজস্ব গানে গানে... 


আমরা থাকি মাটির কাছাকাছি

ভঙ্গুর সব খেলনাপাতি নিয়েই বাঁচি;

আমাদের শুধু শোনার কথা, 

জানার কথা নয়

জাগতিক যা কিছু অতি প্রিয় রহস্যময়। 


হয়তো থেকে যাবে অধরাই

বাংলার প্রিয় অর্ফিউসের 

অবিনশ্বর স্বরের

সুলুকসন্ধান! 

ঋতুচক্রে হেমন্ত যতদিন, 

বাংলার হৃদয়ে রয়ে যাবে  

ততদিন 

হেমন্তেরই গান।।

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)


Rate this content
Log in

Similar bengali poem from Abstract