STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

আলোর ফুলকি 🪷

আলোর ফুলকি 🪷

2 mins
218

#day2


পুব আকাশ লাল হয়ে ভোরের সুয্যি উঠলো।

হৈ হৈ করে বেরিয়ে পড়লো চাষীর দল,

রাখাল ছেলেরা চললো মাঠে

খেদিয়ে গরুর পাল।

শিউলি তলায় কমলা-বোঁটা ফুটফুটে সাদা শিউলি ফুলে ছেয়ে থাকে গাছের তলা,

 দীঘির পাড়, চৈ চৈ হাঁস ..


নুইয়ে ধরে স্থলপদ্মের ডাল, যেন

গোলাপী লিপস্টিক-মাখা ফুলটি পাড়া

হলো সারা,

অমনি দাদা বলে, পূব-পাড়ায় ঠাকুর উঠেছে,   কেমন সুন্দর ! বিকেলে দেখিস্ !

আর আমি বলি অন্য কথা,

সেই সে-বার পদ্ম-বিলে কতো রাঙা-রাঙা পদ্ম, 

কতো জল !

 পাড় বেয়ে সড়্ সড়্ করে নামে কাল-কেউটে সাপ, তুই প্রায় ডুবে গিয়েছিলি, .. 


আর, মনে পড়ে

বেহুলার উপাখ্যান, লোহার বাসর, গাঙুড়ের জলে ভেলায় মরা লখীন্দর ..

গায়ে কাঁটা দেয়, বলি পুজোর সময় হ'লো,

তাড়াতাড়ি চল্ !


পূবের আকাশে লাল টিপের মতো সুয্যি ওঠে,

পাহাড়তলির কুঁকড়ো, ডেকে ওঠে :

" আ-লোর ফু-ল্ কি " ! 

কোথাও, এক ঝাঁক টিয়া, বুলবুল আর

 শালিকের দল , তার

সোনালিয়া ঠোঁটে গমের দানাটি তুলে নেয় ..

আমরা পা-চালাই, বাড়ির দিকে,

ভোর হয় ।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)

             


Rate this content
Log in

Similar bengali poem from Abstract