STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Inspirational

এক পশলা বৃষ্টি 🌱

এক পশলা বৃষ্টি 🌱

1 min
12

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি ....

আকাশ কালো করে রাতে বৃষ্টি নামলো   

অবশেষে, 

বেশ কিছু সময় ধরে হৈ হৈ করে,          

এঁকে বেঁকে , ঝমঝমিয়ে. চললো বৃষ্টি ,                       

 ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি !

রাস্তাঘাট ভিজলো, ভিজলো বাড়ীঘর, ফুটপাত , 

ভিজলো গাছপালা আর ভিজলো আমার মন।  

 এক পশলা বৃষ্টিতে ভিজলাম আমিও,    

 ধুয়ে গেল সারা শরীর, মনের কালিমা। 

বৃষ্টিভেজা শহরের পথে হাঁটলাম,     

 অতীতের সরণিতে স্মৃতির অতলে।    

 তলিয়ে গিয়ে ভাবলাম, একি অনাসৃষ্টি !   

 ঈশ্বরের কি সুন্দর, ভীষণ , এক অদ্ভুত সৃষ্টি !

রাতের অন্ধকার এলো ঘনিয়ে, ইনিয়ে- বিনিয়ে ,

যেন চাইলো কতো কী বলতে ,     

 কিন্তু বলা আর হলো কই !

এক পশলা বৃষ্টি আর বৃষ্টিভেজা শহর,  

রোমান্টিক, নস্টালজিক , মনখারাপের বৃষ্টি । 

মায়াবী মায়াজালে রঙের মিশেলে                       

নেশায় পাতালো মনের মতো সই।

আজ রাত জাগা পাখিদের মতো         

 জেগে রইলো শহরের ফুটপাত।                      

বৃষ্টিভেজা আনমনা মন রাতের শেষে

 মাখলো মাটির সোঁদা গন্ধ।                             

আর সারা শহর শুনলো বৃষ্টির রিমঝিম শব্দ!     

বৃষ্টি, বৃষ্টি এ কি অনাসৃষ্টি!

মেঘলা আকাশ , আর বৃষ্টিভেজা শহরের ছবি।     

ভেজা আয়না, যেন এক চেনা প্রতিচ্ছবি।       

পরিচিত অপরিচিতের ঠিকানায় ,      

জাগে এক অচেনা সত্ত্বা।

বৃষ্টিতে ভেজা কাগজের নৌকায়, 

এক পরিযায়ী দিলো বার্তা।।

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract