STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational Others

3  

Piyali Mukherjee

Abstract Inspirational Others

বাকি গল্পটা 🧡

বাকি গল্পটা 🧡

1 min
5

দৃশ্যটা বুঝে নাও--

ক্যামেরা, লাইট অন হলেই 

ধীরে পা চালিয়ে মাটির বুকে আঁচড় কাটা দাগের পাশে আসবে। 

আনত দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আবার মাথা তুলবে, 

চোখের চাউনি দূরে কোথাও কিছু খুঁজছে 

অথচ কিছুই দৃশ্যমান হচ্ছে না, একটা ব্ল্যাঙ্ক লুক থাকবে।


হঠাৎ প্ল্যাটফর্ম থেকে এক্সপ্রেস ট্রেন চলে যাবার শব্দে 

মানুষ যতটুকু বিচলিত হয় ,

ঠিক ততটুকুই তুমি বিচলিত হবে! 

তারপর আলো থেকে অন্ধকারে ধীরে ধীরে আসবে 

মাটির বুকে যেখানে দ্বিতীয় আঁচড় কাটা!!

দু'হাত তুলে রোদন করবে 

দৃশ্যপটে পিছনে ভেসে উঠবে নদীর বাঁক

তারও পিছনে সবুজ অরণ্য, ওপরে নীলাকাশ 

আজ এই পর্যন্ত গল্পটা থাক, এখনও যে

অনেকটাই বাকি.....


এখন সভ্যতার আলো টোকা মারে জানালায় 

বহুতলি জীবনের নড়বড়ে ভীত

মানুষ বাঁচে এক অদ্ভুত কায়দায় ।

তুষের আগুন প্রথমে ধিকি , ধিকি 

পরে দাউদাউ করে জ্বলে । তবে 

রাতের আকাশে তারাদের ঝিকিমিকিতে

তুষের হদিশ এখন আর মেলে না।।


টাকা মাটি মাটি টাকা অমৃত সে বানী

দিন যাপনে আমরা হইনি স্বাধীন 

দেশ চলছে 'তেরে নাম' , রাজা ও রানী;

জীবন মানে কেবলি ঢেঁকি ছাঁটা দিন।।


কত ধানে কত চাল ঢেঁকি শুধু জানে

সভ্যতা পাশ করে যায় ঢেঁকি ছাঁটা চালে

তাই জীবনের মানে উন্মাদের জ্ঞানে

জীবন ক্ষুদ্র বটে চলো ভাসি হাওয়ার পালে।।

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract