STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

নতুন জন্ম 🍁

নতুন জন্ম 🍁

2 mins
365

হঠাৎ দেখি আগুন আগুন আলোয় 

ভোর জাগছে পাহাড় , বনের ফাঁকে

উথাল পাথাল মাতাল নদীর তীরে 

ঢেউ হয়ে মন আজ বিদ্রোহের 

ছবি আঁকে , স্বপ্ন বলে আসুক তুফান,

 আর সুনামী হোক বুকে।


টুকরো হৃদয় ছড়াক ঝরা পাতা ,

শব্দ ভাষায় ভরুক আমার খাতা

ছেদ , যতি সব উড়তে থাকুক হাওয়ায়,

চাঁদনি রাতে তোমার চোখে জেগে

নোঙর ফেলি তোমার প্রেমের পাড়ে,

কিষাণ বাঁশি তখন হেমন্ত গান গায়

বাউল হয়ে থাকি কদম আড়ে।


সেদিনও আগুন দেখেছি শরীরে--মনে

দেখেছি চোখের মাঝে আগুনের ঝলকানি,

বুকের চাতালে ,অলিন্দের খাঁজে খাঁজে

ঝড় তুলেছে দুনিয়ার শব্দ রথী..


কখনো দেখেছি পলাশ রাঙা আগুনে

 পুড়ছি আমি , আর পুড়তে চাইছে সবাই,

শব্দেরা জোট বাঁধছে--- তখনও 

শরীর , মন জ্বলছে - তুলি কলম ফুঁসছে,

আবার শব্দেরা জোট বাঁধছে ।

হয়তো এবার ঝড় উঠবে ,বাঁধ ভাঙবে

 ভাঙবে আবারও বিবেক ঝলসানো শরীর..

সেদিন আবার কিশলয় মাথা তুলবে

একমুঠো আলোরই জন্য ।।


©

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়) 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract