STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

3  

Piyali Mukherjee

Abstract Inspirational

আদর ♥️

আদর ♥️

1 min
6

(পর্ব -১)

এইসব স্নেহশীল তোরঙ্গের ভেতর
আমার শৈশবের, কৈশোরের, তারুণ্যের জামাগুলো 
পাট পাট করে রাখা আছে।
সে'সব জামার ভাঁজ খুললে 
অনেক নিভৃত দুপুরের গন্ধ পাওয়া যায় ।
নির্জন কুবো পাখির লালচে ফোটোগ্রাফ 
মেঝেতে উড়ে পড়ে।

সে'সব জামার 
তেমন বনেদী বাহার কিছু নেই ।
বরং মাখানো আছে 
অকপট রৌদ্রের রং
যা কিনা সহজে উজ্জ্বল হতো,
দিলখোশ ফুলের পরাগে ।
সাদামাটা সিঙাড়া আর অবিরত চা-এ
ঘনিষ্ঠ বিকেল পাওয়া যেতো যা
 নিঃসংকোচে ।

অথচ দ্বিধাও তো ছিল
মেঘলা দিনের মত ম্লান জামার পকেটে
রয়ে গেছে না পাঠানো রাত জাগা চিঠি ।
মায়ের চিঠি,
মায়ের আদর মাখানো 
সেই সব চিঠির বয়ান থেকে
টুপ টাপ করে ঝরে পড়ে
 আমার নিজস্ব রোদ্দুর ।।

(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)
©স্বত্ত্ব সংরক্ষিত 

         
                                         


Rate this content
Log in

Similar bengali poem from Abstract