বৃষ্টি কথা 🌱
বৃষ্টি কথা 🌱
বাউল মন আজ
ফেলে সব কাজ বলছে কানে কানে,
মেঘ হয়ে আমি ভেসে চলে যাই
ঐ দূর দিগন্তপানে।
আমার যত দুঃখবেদন,
না গাওয়া যত গানে
সাগরস্রোতে ভাসিয়ে দিলাম
নীরব সে অভিমানে।
পাখির ডানায় উড়িয়ে দিলাম ইচ্ছেগুলো যত
দিকশূন্য কালো মেঘে
ঢাকলো মনের ক্ষত।
তবু মনের কোণে জোনাক আশা
মিটমিটিয়ে জ্বলে
ঝোড়ো হাওয়ায় মনপাখী আজ
পুড়ছে দাবানলে।
পথের বাঁকে রেখে গেলাম
ব্যাথার অনুকথা......
সাক্ষী ভোরের বৃষ্টিভেজা
মায়াবী মালতীলতা।
আবার দূরে কোথাও বৃষ্টি নামে ,
কোথাও নতুন করে।
অজান্তে কোন অন্য বাঁকে
সবুজ হাওয়ারই সুরে।
নৌকা আবার ভাসলো কি ফের
নতুন স্রোতের নিরুদ্দেশে !
ভাঙে যেন জলপ্রপাত ,
নতুন নতুন সুরের রেশে।
ফের কি তবে এলো জোয়ার
বিকেল বেলার দিকে,
নৌকা যখন ফিরতে চায়
কেবলই ঘাটের দিকে ।
নামবে বলে মাল্লা যখন গুছিয়ে
ফেলে নোঙর ,
তখন যেন যায় হারিয়ে
বাঁধা পথের হিসাবের গুমোর।
ছায়া হয় দীর্ঘতর
সূর্য ঘড়ির হিসাব মতন
তখন কি ফের লাগছে হাওয়া
গানের সুরেই করবো যতন।।
