STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational Others

3  

Piyali Mukherjee

Abstract Inspirational Others

বাংলা ভাষা : বাংলা মা ♥️

বাংলা ভাষা : বাংলা মা ♥️

1 min
4

বাংলা ভাষা ,আমার ভাষা, আমার জিভে প্রথম বোল,

আমার মুখে মা ডাক শুনে মায়ের বুকে লাগল দোল।


বাংলা ভাষা শেখায়নি কেউ , শিখেছিলাম একলাটি,

বাংলা ভাষা বাল্যকালের মনভরানো ঝিনুকবাটি ।


আধো গলায় ফুটতে থাকে, এক-এক করে অক্ষরেরা,

মেধামজ্জার তন্তুজালে বাংলা ভাষা বাঁধল ডেরা।


স্বরের সঙ্গে ব্যাঞ্জনেরা ,যেই না মেলে কী টরটরে !

বাংলা ভাষা ছড়িয়ে আছে , যা-ই না দেখি এই চরাচরে।


বাংলা ভাষা ফুটে থাকে ফলবাগিচা ফুলবাগানে ,

বাংলা ভাষা সুর পেয়ে যায় রবিবাবুর গীতবিতানে।


বাংলা ভাষা ঢেউ খেলে যায় হলুদ ধানের শীষের ডগায়,

বাংলা ভাষা নাচে যখন দু-হাত তুলে বাউলেরা গায় ।


বাংলা ভাষার ছবি আঁকে সত্যজিতের ছায়াছবি,

সুরের লহর কাঁপিয়ে দেয় অতুল- দ্বিজেন-কান্ত কবি।


নজরুলের শব্দবাণে মনের ভিতর আগুন জ্বালায়,

বাংলা ভাষা রূপসী হয় বাংলার মুখের কবির ছোঁয়ায়।


বাংলা নিয়ে কাটিয়ে দিলাম একটা জীবন সুখেদুখে,

বাংলা থাকে জাগরণে, ঘুমাই যখন বাংলা বুকে ।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract