STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

রোদ্দুর একসাথে 🌞

রোদ্দুর একসাথে 🌞

2 mins
303

#অণু কবিতা 


রোদ্দুর কখনো অশ্লীল

হতে পারে না। 

শাসক দেখতে চেয়েছিল , 

রোদ্দুর কদ্দূর যায় ..

আর রোদ্দুর চেয়েছিল দেখাতে শোষকের গায়ের

গন্ধ কেমনে যায় অনেক দূর .....

বাজে কোন কোন সুরে , 

কোন কোন নূপুরের ছন্দ

স্পর্শ করে মন-প্রাণ

হয়ে ওঠে শিল্প। 

রোদ্দুর কখনও সাধুভাষা ব্যবহার করেনি , 

এমনকি মান্য চলিত ;

রোদ্দুর অট্টহাস্য করে

বিচ্ছিরি শব্দে গুরুচণ্ডালীতে। 

আসলে রোদ্দুর কখনো কুৎসিত

হতে পারে না , 

রোদ্দুর কখনো অশ্লীলতার প্রবর্তকও

হতে পারে না। 

রোদ্দুর কখনও হৃদয়ে পাথর ঠুকে আলো 

জ্বালতে পারে না ।

অমলকান্তিও রোদ্দুর হতে চেয়েছিল

কিন্তু পারে নি শেষ পর্যন্ত ...

তাই রোদ্দুর হতে না চেয়ে বরং সূর্য 

হয়ে ওঠাই ছিল ভালো। 

তাহলে নয় শেখা যেত কিছু অক্ষর 

আর না ভোলা কিছু সহবত।।


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায় )


Rate this content
Log in

Similar bengali poem from Abstract