লকডাউনের ক্লাস
লকডাউনের ক্লাস


ভোরবেলা উঠেছিলাম ,
ক্লাস ছিল ফোনে
অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ,
রাতে ছিল মনে
বাড়ির কাজ দেওয়া ছিল ,
হয়ে ওঠেনি আর
ক্লাস থাকার মাঝেই ,
খেয়েনি বার বার |
ক্লাস শেষ হলে ,
আজ চা ছিল কাপে,
সময় আজ সঠিক গেছে,
ঠিক খাপে খাপে,
দুপুরে খাবারটাই হয়তো,
খেতে ভুলে যেতাম ,
মাঝে যদি ,
এতটা সময় না পেতাম !
ক্লাস আজ শেষ হলো ,
বসলাম পেন বাক্স বন্দী করে ,
মনে পড়লো ,
কাল হয়ত আবার উঠতে হবে ভোরে |