টিকটিকি
টিকটিকি

1 min

769
হামাগুড়ি দিয়ে যাচ্ছে আস্তে আস্তে,
এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে,
চার হাত পা নিয়ে
ল্যাজ টেনে টিকটিকি যাচ্ছে আস্তে আস্তে,
ডায়না সৌরের বংশজ তাকে বলে ,
যার মাথায় পড়ে তাকে রাজা বলে ,
ল্যঙ প্যঙ করে, এপাস থেকে ওপাস ,
পড়ে উঠে এগিয়ে চলে ,
কখুন হাঁসির খোরাক,
কখুন চিৎকারের কারণ,
হাঁসি হাঁসি তে কাউকে টিকটিকি বলি,
বোধ হয় এই জন্য বলি,
বা এমনি বলি ,
কারণ নামটা বলতে হাঁসি পায়ে
'টিকটিকি'।