দিদি
দিদি
সম্পর্ক টা রক্তের থাকলেও,
বন্ধু র চে ও বেশি আদর পাব ,
তা কি করে অনুভব হত
যদি ও' না থাকতো ?
ছোট বেলা থেকেই ওকে কি ডাকবো ,
বেশ ভুলে যেতাম তাই ও' বলে সম্বোধন,
ও যে দিদি ,মা সব সময় মনে করাতেন।
আমার দিদি ,
বড় নয়, মেজ নয় ,
শুধু মাত্র দিদি ,
নাম ধরি নি কক্ষনো ,
সব সময় সম্মানে দেখেছি,
রাগ- ঝাল থাকলেও ও ' যে আমার দিদি তা কেউ ভোলে?
যেকোনো কষ্টের নিবারণ আমার ও' করেছে ,
আর কে এসেছে যখন ও দেখে "আমার বোন অসুবিধে পড়েছে।"
আমার সুখ- দুঃখ নিজের করে এসেছে ,
আমাকে দাদা র আদর দিয়েছে,
রোদ, বৃষ্টি আর শীত না দেখে ,
আমার পাশে সব সময় দাঁড়িয়েছে ।
ও যে আমার দিদি দাদা হয়ে দাঁড়িয়েছে ,
তা কি কখনো ভুলব যে ও' আমার পাশে আছে ।