ভাগশেষ
ভাগশেষ


অংক কষেছি এক বেঞ্চিতে বসে,
এঁঠো জল আমি খেয়েছি সইফুরের
কেউ শেখায়নি আজানে আরতি ভেদ
শহর কিভাবে বন্ধু করল দুরের...
হাত জোড় করে মহাভাগে একসাথে
আগুন জ্বলেছে যজ্ঞের অরণিতে
আগুনেরা আজ আলাদা হয়েছে নাকি?
কবে ভাগ হল শহরের সরণি তে
ঈদে মহরমে কোলাকুলি একসাথে...
আজানটা আজো জানি গায়ত্রীর মত
অনেকে শেখায় দুটোর আলাদা জবান
আমার শহরে দুইই একসাথে হত
আমার টিমে জিয়াউলকেই চাই
ক্যাচ কে নেবে ওর মত বডি ছুঁড়ে
সন্ধ্যের শাঁখে কাঁধে হাত রেখে আজান
ফিরেছে বাড়ি,আজ তারা নাকি দুরের
ইস্কুল গলি, সেই ক্রিকেটের মাঠ
প্রেয়ার লাইনে টিউশান ব্যাচ ঘুরে
এই ছেলেবেলা ভাই হয়ে ছিল যারা
শহর কবে বন্ধু করল দুরের