বৃষ্টিস্নাতা
বৃষ্টিস্নাতা


কিছু তারা খসে যায়, আকশেরা অভিমানী
রোজ মেঘ ভেঙে আমি, জলকুচি ঘরে আনি
একা মাঠ ভাবে তবে,খেলে গেল কবে কারা
কাগজের নৌকোতে, ভেসে চলে কবিতারা...
ছাদে রোজ দড়ি ছেঁড়ে, জেতে কাল-বৈশাখী
কালো শ্লেটে সাদা চকে, আমি বাজ পড়া আঁকি
মুঠোফোনে ধরা হাত, বোজা চোখ শঙ্কায়
জমা জলে নৌকাতে, কবিতারা ভেসে যায...
মুছে যায় বিকেলেরা,ফোঁটাদের ইরেজার,
মেঘেদের জমায়েতে,দাবি সেই কবেকার
গোড়ালি ডুবিয়ে যবে, ভিজেছিল সেই যারা
তারা জানে, নৌকোতে, ভেসে চলে, কবিতারা