STORYMIRROR

Ajanta Basu

Inspirational

4  

Ajanta Basu

Inspirational

গড মাদার

গড মাদার

1 min
30K


সেই তো কবে ভ্যাটিকানের ডাক ছেড়ে, জনসেবায় মত্ত হতে,

স্কোপিয়ের লক্ষণরেখা পেরিয়ে এসেছিলে তুমি এই মহানগরীতে

আজও তুমি স্মৃতির তটে হাটছো দূর হতে বহুদূরে ঈশ্বরের দেশে,

আঠারোয় করলে গৃহত্যাগ, মহিয়সী রূপ ছেড়ে ভিখারিনীর বেশে.

নিরন্ন দরিদ্র সেই সকল মানুষের হাহাকার কি শুধু তুমিই শুনেছিলে?

সেই সুদুর থেকে, অনাহারে শিশুর অকালমৃত্যু কি শুধু তুমিই দেখেছিলে ?

আর আমরা, যারা প্রতিদিনই এই মহানগরীর জনস্রোতে,

অর্থলালসা আর মধ্যাহ্নের মহাভোজে, দিচ্ছি ঘুম দিনের শেষে,

অন্নহীনের ওই আর্তনাদ তো আর আমাদের কানে পৌঁছয় না মাদার,

আমাদের এই স্বার্থপরতা, আর তুমি কিনা নিয়েছো ক্ষুধার্তরে অন্য জোগাবার ভার



ধিক্কার ধিক্কার আমাদের, যারা হলিডে তে রেস্তোরাঁতে খাবার করি waste,

আর তুমি কিনা রোগীর পুঁজ রক্ত মুছিয়ে দিতে ঠিক করেছো নেবে না কোনো রেস্ট

ঈশ্বরের সাথে কি হে যোগ তোমার , নাকি তুমিই ঐশ্বরিক?

অন্নহীনের অন্নপূর্ণা তুমি, সেবায় তাদের ছুটে যাও দশ দিক

তোমার সেই আমৃত্যু, নিরলস অপার সেই সেবাশ্রম,

আজও গভীর অনুশোচনায় দগ্ধ করে আমাদের মন

আজও আমরা শুধুই তো নাগরিক, নামে আছি এই কোলকাতাতে,

আর তুমি কিনা বিদেশিনী, আর্তের সেবায় এই শহরের রাস্তাঘাটে,

প্রতিনিয়ত জনের সেবা দিয়ে বুঝিয়েছো জীবনের সারসত্য,

মাদার তুমি মাদার টেরেসা, তোমার বায়োগ্রাফি ই তোমার অলৌকিকত্ব


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational