STORYMIRROR

Ajanta Basu

Abstract Inspirational Others

3  

Ajanta Basu

Abstract Inspirational Others

আমি এবং আমার কোয়ারান্টাইন

আমি এবং আমার কোয়ারান্টাইন

1 min
114

আজ শুন্য পথ, নেই রক্তবন্যা, ধর্ম্য নিয়ে কাটাকুটি খেলা,

আজ কোথায় সেই হিসেবে নিকেশ, আমার তোমার অথোরিটি র রেল্লা?


শহর নয়তো সে যে হয়েছে সুপ্ত শ্মশান, নিশ্চুপ দুপুরবেলা..

নাকি সুপ্ত কবর, হয়তো শুরু কর্মের মরণখেলা...


তবুও হিমেল বাতাস, দূষণমুক্ত শস্য শ্যামলা চর,

নীল আকাশে মেঘের ভেলা, আর আমাদের এই তাসের ঘর,


ঘর গুলি তে গৃহবন্দী মোরা, কোয়ারান্টাইন এর ভয়ে ঠাসা,

আর প্রকৃতি হয়েছে কৃতজ্ঞ আজ, হারিয়েছে তার ভাষা


সেই কৃতজ্ঞতা জ্ঞাপন কিনা এক বিদেশ বিভুঁইএর অদৃশ্য জীবাণুকে,

এদিকে ধুঁকছে মোদের বন্দিদশা, ডিপ্রেশনের বাঁকে


সে কিন্তু বেজায় খুশি, নেই গ্লোবাল ওয়ার্মিং এর বায়না..

এদিকে লক ডাউন এর ঘোষণার জেরে আর অফিস যাওয়া যায়না|


দূষণমুক্ত, দাঙ্গামুক্ত, যুদ্ধ মুক্ত আজ...

হিংসা কোথায়, আজ প্রকৃতি র অহিংসা র এই সাজ....


শান্ত শ্যামল, হোকনা বাতাস একটু জীবানুময়...

তবু নিঃশাসে নেই দম্ভের বিষ, নেইকো অভিনয়


মুখোশ পরা মানুষ গুলোর নোংরা পলিটিক্স,

পাল্টাচ্ছে আবার সব ক্যালকুলেশন এবং স্ট্যাটিসটিক্স...


আর লক ডাউন তো আর শেষ নয় সেতো আবার নতুন এক সূচনা..

আর জ্ঞান এর কি আর বন্দিদশা, সেতো অন্য এক খোলা জানালা |


তাই থাকনা বন্দি, থাকনা একটু কোয়ারান্টাইন এ মন...

সেতো নিজের সাথে নিজের নতুন আলাপ, নয়তো আর একলা ঘরের কোন ||


Rate this content
Log in

Similar bengali poem from Abstract