STORYMIRROR

Ajanta Basu

Romance Tragedy

2  

Ajanta Basu

Romance Tragedy

বিদায় বেলার হাগ

বিদায় বেলার হাগ

1 min
409

আজ তোকে শেষবারের মতো করলাম হাগ,

জানিনা আর দেখা হবে কিনা, যাচ্ছি চলে, ভালো থাক..


কাঁদিস না রে পাগলা, পাবি তুই একটা ভালো গার্লফ্রেইন্ড,

হয়তো সে হবেনা আমার মতো সেকেলে, করবে ফলো মডার্ন ট্রেন্ড|


প্রতিবারের মতো আর এবারে হবে না আমাদের ভ্যালেনটাইন সেলিব্রেশন..

অগত্যা তাই হাগ্ ডে তেই করলাম হাগ, গুছিয়ে রাখ বাকিটা ইমোশন|


সিগেরেটটা পারলে ছাড়িস, খাওয়া দাওয়া টা করিস ঠিক করে,

সময় পেলে দুএকবার করিস টেক্সট, নয়তো কথা হবে অবসরে...


আজ আমি নিস্তেজ, তোর প্রিয় স্কার্ফ টা বাধার জন্য ও মাথায় নেই চুল,

মনে পরে আজ এই দিনটাতে আমার জন্য এনেছিলি গুচ্ছ গোলাপ ফুল|


তবু এই বিদায়বেলার হাগ টি তোলা থাকবে আমার মনের নন ভোলাটাইল মেমরি তে,

যদিও ফাইনাল স্টেজ, তবুও করবো লড়াই, সবকিছু আবার ফিরে পেতে|


আশা করি, শেষ হয়েও যেন হয়না এটাই শেষ কথা...

বিদায়বেলার হাগটা যেন হয় অতীত; আবার যেন হয় দেখা|


Rate this content
Log in

Similar bengali poem from Romance