বন্ধু তোমার সাথে
বন্ধু তোমার সাথে
চলো যাই পৃথিবীর দিগন্ত শেষের রেখায়,
সব রং মিলেছে সেখানে, সেই নভ প্রান্ত শুধায়-
"বন্ধু, আমি তোমারই অপেক্ষায় আছি বহুদিন ধরে,
এতদিন পরে এলে তুমি, কত বহুদেশ ঘুরে,
আমি ভেসে যেতে চাই সেই সে নদীর স্রোতে,
নেবে তুমি সাথে আমায় কোনো এক আঁধার রাতে?"
বলি তোমায় আমি, "তুমি বন্ধুগো মোর,
সাথে নিয়ে চল যাই তোমার সাজানো ঘর
সেই ঘরে বসে দেখি প্রাণ ভরে, রামধনুদের খেলা,
সাধ বড় আজ, দেখব মেঘেদের যত মেলা."
সুচতুর হেসে বন্ধু নভ , বলে প্রাণ ভরে ডেকে,
আজ তোমায় নিয়ে যাব দুয়ার সাজানো মেঘে.
আকাশের যত তারার সঙ্গে খেলে নিও যত খেলা,
যতদিন থাকবে ঘরেতে, শেষ হবে নাকো বেলা।
শুনে হাসি আমি, তোমাকে দেখিনি কখনো খুঁজে,
আজ মনে হয়, শিয়র ঠেকাই, এই তোমাকে পূজে.
বলি তারে আমি, "বন্ধু আমার, ভুলব না কোনদিন,
আজ প্রাণ ভরালে আমার, শোধ যাবে নাকো ঋণ।
বিদায় বলে সে হাসলো , বলে গেলোনাকো আর,
বুঝিয়ে গেল হাসির ঠমকে, যত প্রিয় কথা তার।
বুঝে নেই আমি, স্রোতে ভেসে , এসেছি ভাগ্য গুণে ,
পেয়েছি বন্ধু, এমন প্রানের, জানি কোন এক ধ্যানে।
