STORYMIRROR

Rahul Kar

Abstract

4  

Rahul Kar

Abstract

মনোগ্রাফি

মনোগ্রাফি

1 min
253

মনখারাপের বৃত্তের আবর্তন গতির ছন্দে

অযাচিত অন্ধকার হানা দেয়

বাহারী অতীত নকশা বদল করে

আকাশ কুসুম চিন্তা ধাক্কা খায়

বাস্তবতার টেকটনিক প্লেটে।

যেন কোন গভীর বৃষ্টিছায়া অঞ্চলে

দাঁড়িয়ে পড়ে জীবনিশক্তির স্পৃহা।

মরীচিকার ধূসর পাণ্ডুলিপি

খুলে দেখতে চায় অমরত্বের সন্ধান

অনাকাঙ্খিত হিমশৈলের চূড়ার

তলায় ঢাকা পড়ে যায় স্বপ্নের ডিনামাইট।

রঙিন জলছবিরা ঘিরে ধরে

রোজকার পৃথিবীর উল্টোপিঠের রাস্তা।

আশাহত চোখ ঝলসে দেওয়ার

প্রতীক্ষায় জেগে থাকে কৃষ্টির মরুপ্রভা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract