কথা দিলাম
কথা দিলাম

1 min

716
কথা দিলাম রাখবো ভালো আমার সকল স্বপ্ন আশায়
তোমায় আমি ঝড় ঝাপটে জাপটে নেবো ভালোবাসায়।
তোমার প্রেমের ইচ্ছে কুসুম উঠবে ফুটে মনের মাঝে
প্রেমের বাতি রাখবো জেলে সকাল দুপুর সাঁঝে।
সকল আড়ি মিটিয়ে নিয়ে গড়বো আমরা সুখের বাড়ি
আমরা দুজন ভাব জমিয়ে স্বপ্ন ভেলায় দেবোই পাড়ি।
আমাদের সব চাওয়া পাওয়া মিলিয়ে দেব দুজনে
ইচ্ছে ডানায় মায়াবী রাত কাটিয়ে দেব সংগোপনে
আলোয় আলোয় গড়ে নেব আমাদের জীবন পথ
কথা দিলাম ভালোবাসা তুমিই আমার ভবিষৎ।