আচুম্বিত
আচুম্বিত


তোমার ললাট চুম্বন রেখায় গড়ে দেব আমার দেখা অদেখা স্বপ্নের সোপান
তোমার নিঃসৃত ভালোবাসার উষ্ণতায় আমার নীরব অবগাহন..
আমার আঙুলের পদচারণায় তোমার উত্তাল দেহবিভঙ্গ..
উন্মন মন ছুঁয়ে দেখতে চায় শরীরের প্রতিটি পরত।
তোমায় প্রতিটি স্বপ্নিল ওঠা নামা আমি হৃদয় দিয়ে অনুভব করতে চাই..
নির্লিপ্ত কামনায় ছুঁতে চাইবো শরীরী উত্তোরণ
প্রতিটি স্পর্শ ক্রমস গভীরতর হয়ে আছড়ে পড়বে আচুম্বিত শিখর প্রান্তে..
পল্লবিত অধর কেঁপে উঠবে নীরব আকাঙ্খায়..