অথ ভালোবাসা কথা
অথ ভালোবাসা কথা


ফাগুন লাগুক মনের কোনে বনপলাশের পাতায়
খাঁ খাঁ থাকা হৃদগগনে একলা থাকা ছাতায়।
নরম আদরে গরম চাদরে জড়ানো কোমল অনুভূতি
যুগল বন্দী দুজনে পৃথিবী ঘুরে ফিরে ইতি উতি
রোজ তারা প্রেমে হাবুডুব তবুও দিতে যায় রোজ
স্বপ্ন সাজানো রঙিন পরশে আবেশ জড়ানো খোঁজ।
চকলেটি প্রেমে মাখামাখি হয়ে ডুবে থাকা প্রতিদিন
তুলতুলে টেডি চুম্বন ভারে সাতরঙ্গে আজ রঙিন
কথার পিঠে কথা জমে জমে প্রেমের পাহাড়ে উঠে
ভালো বাসা আজ ভালো আশা হয়ে কুসুম কলি ফুটে।
ভালোবাসার হপ্তা জুড়ে সস্তা প্রেমের মাসুল গুনে
চাওয়া পাওয়ার ফাঁদ পেতে আজ দুস্টু প্রেমের জাল বুনে।