স্বপ্নের খোঁজে
স্বপ্নের খোঁজে
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
জোর করে স্বপ্ন দেখারঅভ্যেস আমার বহুকালের..
ছোটবেলা থেকেই তাই জীবনের যন্ত্রণা গুলো তৃপ্তির চাদরমুড়ি দিয়ে দিব্বি থেকেছে।
মানুষ বাঁচে তার অতীতের ভারে ভবিষ্যতের ভাবনায়
ভালো থাকার বিপুল হাতছানি অনবরত ডাক দেয় অদৃশ্য মায়াময়তা
অজানা শৈশব অপ্রাপ্তির কৈশোর ডিঙিয়ে অগোছালো যৌবন
ভয় ধরানো ভালোবাসার চক্র ঘূর্ণিপাকে তলিয়ে গিয়ে ভেসে উঠি।
অজস্র ভালো না থাকার ভিড়ে আনন্দ গুলো খুটে খেতে মন্দ লাগে না
না পাওয়া সাজানো জীবনের মাঝেই খেই হারিয়ে মেতে ওঠা উল্লাস।
ছোটো ছোটো উন্মাদনার আকুলতায় সুখ ফেরি করার অদম্য আবেগ
ভাসিয়ে নিয়ে যায় অনির্দিষ্ট গন্তব্যের দিকে
রোজ রাতে যেখানে স্বপ্নের সওদাগর পসরা নিয়ে বসে।