Hug- ফাগ
Hug- ফাগ


তোমার ভালোবাসা জড়িয়ে আছে আমার স্বপ্ন গাঁথায়
তোর ইচ্ছের বুনোট নকশা আমার হৃদির পাতায়।
মনেতে আজ ফাগ লেগেছে তাই হাগ করেছি তোকে
ভীষণ ভালো বাসবো তোমায় যে যা বলুক লোকে।
আমার জীবন জড়িয়ে গেছে তোমার খুশির সাজে
তুমি আমার আকাশ কুসুম হাজার কাজের মাঝে।
জড়িয়ে ধরার কোমল সুখে মায়াবী এক আবেশ
মিষ্টি প্রেমের উন্মাদনায় লাগছে ভালো বেশ।
তুই যে আমার সুখের পরশ আমার ভরা দুঃখে
ভালোবাসি একথাটি শুনবো তোমার মুখে।