বিশু ও ভিনগ্রহী
বিশু ও ভিনগ্রহী


বিপ বিপ বাজে কী যে, শব্দের উৎপাত,
চারপাশে চায় বিশু, ফেলে তার ক্ষুদ-ভাত।
জন্মে দ্যাখেনি বাপু এ কেমন যনতর !!
কেমন আওয়াজ করে, বুক করে ধড়ফড়।
ও বাবা ওটা কে গো, এ কেমন হনুমান?
কি বা যে রকম তার , কি বা তার পরিধান!
এদিকেই আসে দেখো, কী যে করে এইবার?
ভাত ফেলে যা য় কোথা,আর ভাত নেই তার।
ভাল করে দেখে বিশু চোখ করে গোল গোল,
এ প্রাণী দেখেনি আগে, না দেখেছে এই ভোল।
দেখো দেখি হনুমান তার দিকে চেয়ে,
বলে, আমি ভিনগ্রহী,যাব তোকে নিয়ে।
এই কথা শুনে বিশুর মুখখানি হাঁ,
একেবারে হতভম্ব, কথা সরে না।
সম্বিত ফিরতেই চিৎকার জোড়ে,
তাই শুনে আশেপাশে লোকে ভিড় করে।
ভিনগ্রহী পালালো যে দেখে তার কান্ড
দৌড় লাগাল সোজা, ফেলে ব্রম্ভান্ড!