STORYMIRROR

Trina Acharyya

Drama

3  

Trina Acharyya

Drama

শব্দের আর্তনাদ

শব্দের আর্তনাদ

1 min
1.0K

শব্দগুলি পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো

না, কোনো প্রতিদ্ধনি শোনা যায়নি

শব্দগুলি আজও রয়ে গেছে, টুকরো টুকরো ছেঁড়া পাতার ভাঁজে

ডায়রির ফাঁকে শুকিয়ে যাওয়া গোলাপটা শুধু তাদের সাথে কথা বলে , 


তারা যে সমব্যাথী

শব্দগুলি আজও রয়ে গেছে,

গলার কাছে দোলা পাকিয়ে আসা যন্ত্রণার মাঝে,

কিংবা বিনিদ্র একলা রাতের চোখের কোণে শুকিয়ে যাওয়া কয়েক বিন্দু জলে

চোখ দুটি প্রাণপন চেষ্টা করে শব্দগুলিকে গিলে নিতে , 

শব্দগুলি দ্বিগুন স্বরে ফায়ার এসে বলে,

ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি



विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Drama