STORYMIRROR

Kanij Fatema

Drama Tragedy Others

3  

Kanij Fatema

Drama Tragedy Others

রাখী বন্ধন

রাখী বন্ধন

1 min
154

এই অবেলায় হারিয়েছে মন

স্মৃতির স্মরণে কাটছে প্রতিটিক্ষণ।

ফেলে আসা আপনজন,

তার মাঝে দাদা ছিল ভীষণ প্রিয়জন।


শত আবদার,বাসনা সকলি দাদার কাছে

দাদা পাশে থাকলে ভয় কি মিছে?

বিলাস,প্রলোভন তুচ্ছ ছিল দাদার কাছে,

যতটাক্ষণ বোন পাশে আছে।


তোর আমার দুষ্টুমিতে সারা বাড়ি লাগত ভরা

রোজকার রুটিন ছিল মারামারি করা,

পুরানো সেই দিনগুলি আজ অধরা

এই আমি আজও ভীষণ অসহায় তোকে ছাড়া। 


তুই যে আমার অনেক সূর্যের আশা

তোকে পাশে পেলে দূরে যায় সব হতাশা।

মুছে যায় গ্লানি কত,কত নিরাশা

তোর জন্য বুকের ভিতর জমিয়েছি অনেক ভালোবাসা।


Rate this content
Log in

Similar bengali poem from Drama