STORYMIRROR

Kanij Fatema

Abstract Romance Tragedy

3  

Kanij Fatema

Abstract Romance Tragedy

মালঞ্চ লতা

মালঞ্চ লতা

1 min
173

আকাশজুড়ে প্রেমের মেলা 

হৃদয় পরশে তুমি নামের ভেলা। 

স্মরি গো তোমারে সখী সকাল সন্ধ্যেবেলা!

রঙ ছবিতে তুলির টানে তোমার আমার খেলা।

মনের ক্যানভাসে,

ঐ দীঘল কালো চোখের মায়া

কল্পনা সাগর পাশে, 

তোমার একটুকু ছোঁয়া! 

হঠাৎ সন্ধ্যে নামে – হৃদয় পানে

একাকিনী আমার বেলা যায় সে গানে!

কখনো তোমায় খুজি হিয়া কোণে, 

বকুল মালায় জড়ানো হৃদয় পদ্মাসনে। 

চোখ ভাঙ্গা ঘুমের অলস দুপুর 

বিরহ বাঁশির ছন্দ তোলা সুর,

নীরবতা ক্ষনে ক্ষনে লিখে যায় ডায়রির পাতা 

নিত্য নতুন গল্পে সাজাই তোমায় মালঞ্চলতা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract