তুমিহীন আমি
তুমিহীন আমি
তুমিহীন আমিটাও বেঁচে থাকব,
তোমার স্মৃতি আগলে রাখব।
তবে,সেই আমিটা কেমন হব?
এখন যেমন আছি,তেমনি রবো?
হাসালে আমায়,
জীবন পাতার অনেক কথাই যে অজানা থেকে যায়।
তবে সেদিনও গান বাঁধিব কেবল প্রান থাকবে না
সে গানে সুর তোলা আর হবে না।
সেদিনও আমার পায়ে নুপুর বাজবে
সুর ঝংকারে তো কেবল মেঘ সাজবে।
আমার তুলিতে সেদিনও তোমারে আঁকি
যতন করিয়া মনের আয়নায় তুলিয়া রাখিব সখী।
কবিতার বইয়ে সেদিনও লিখিব আমি,
হৃদয় গহীনে কি যে ব্যথা জানিবে অন্তর্যামী।
একরাশ ঝরাপাতা,
ছিলো আমার জীবন খাতা।
সেই পাতায় রং তুলে দিলে,
আড়ালে আবডালে স্বপ্ন বুনতে শিখালে।
তারপর যেভাবে এসেছিলে,
সেভাবেই চলে গেলে,
একরাশ শুন্য স্মৃতি উপড়ে ফেলে
তোমার ভালো থাকাতেই রং সাজুক আমার স্বপ্নসিন্ধুরে।
