যান্ত্রিক লোকালয়
যান্ত্রিক লোকালয়
যান্ত্রিকতার তথাস্তু আবেদন সহসা ম্রিয়মাণ,
জীবন খাতায় লিখা হয় কত অভিধান!
ইটের পর ইট গাঁথা আবেগহীন এ শহরে
শত দীর্ঘশ্বাস, দুরাশা গুমরে মরে।
নিস্তব্ধ ক্লান্ত নগরীর তলে,
না বলা চাপা আর্তনাদ বিমূঢ় সলিলে!
ঘুমহীন মানুষেরা লিখে যায় ছন্দ
সূর্যের আলো আর যান্ত্রিকতার প্রবেশ যখন বন্ধ।
শত আবেগ যেন নিশির দুর্বিশেষে,
অপ্রাপ্তি আর ভালবাসার তৃষ্ণাতপ্ত বেশে।
শেষ বিকেলের রোদের ন্যায় ক্ষয়ে যায় হাসি ,
হৃদয় কার্নিশে মেঘ জমে রাশি রাশি।
যন্ত্রের মত চলা মানুষেরও আঁখি ভরে উঠে জলে,
শত না বলা কথা আর অভিমানের খাতা খুলে।
মাথার উপর দুর্বার আকাশ –নির্ভীক সঙ্গীহীন জীবন সংগ্রাম তব বেঁচে থাকার দিন।
বিধ্বস্ত ক্লান্ত মনের মেঘ গর্জে উঠে,
অবাধ অশ্রু গড়ায় ক্যানভাস পটে।
এভাবেই একরাশ ক্লান্তি আর হতাশা বিদায় করে,
নতুন দিনের স্বপ্ন সাজায় তারা রোজ ভোরে।

