হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি একটু মিষ্টি সুরে
এই ঘোর বর্ষায় তোমাকে চাই শুধু আমার করে।
শুন্য ঘরে শুধু তোমায় মনে পড়ে,
স্মৃতিগুলো যেন ফোটায় ফোটায় ঝরে।
কুহেলীর কুহতানে ঝরছে বৃষ্টি আজ অঝোরে,
নির্ঝর অরণ্য জুড়ে।
অবসন্ন আর বিষন্নতার এক দুপুরে
গান গেয়ে যাই শুধু তোমারই তরে।
কফি হাউজের আবছায়া কাঁচ জুড়ে,
মেঘের কাজল কালো ছায়াদের পরে,
ক্রন্দন ছলছল জলাধারে,
খুঁজে ফেরে এই মন তোমায় বৃষ্টির মিষ্টি সুরে।
কদম কেয়ার শিহরে,তপ্ত মনের পূর্ণ জোয়ারে,
হঠাৎ বর্ষণের সুরে,
শুন্য মাঠের পরে নির্জন খেয়া তীরে
এ মন শুধু তোমায় খুজে ফিরে।

