STORYMIRROR

Kanij Fatema

Abstract Romance Tragedy

3  

Kanij Fatema

Abstract Romance Tragedy

এত যে প্রেম

এত যে প্রেম

1 min
167

পুরো শহর জুড়ে আজ স্মৃতির বৃন্দাবন 

নীরব পূর্ণিমাতে–শূন্যতায় আজ শুধুই স্মৃতির দহন, 

পুরো মহাকাশ জুড়ে যেন আজ স্মৃতির কথন, 

উলট পুরানে এ মলাট বদলে নিলে তুমি যখন!

ভেবেছিলে কি আমি কেমন ছিলাম তখন ? 

নীরভেজা চোখে খুঁজেছিলাম আশ্রয়, 

দুহাত বাড়িয়ে পাখিটিকে কেন দিয়েছিলে প্রশ্রয়!

ব্যস্ততম এই শহরের

প্রিয়জনের আবেগগুলো যেন সারশূন্য! 

তাই কি আমি আজ তোমার  

অপ্রয়োজনের খাতায় হয়েছি গণ্য! 

আমার অভিমানের খাতাটা আজও ভীষন শুন্য 

তব এ মনে কেন এত ভালোবাসা তোমার জন্য!



Rate this content
Log in

Similar bengali poem from Abstract