STORYMIRROR

Kanij Fatema

Abstract Tragedy

3  

Kanij Fatema

Abstract Tragedy

প্রেমময় স্নিগ্ধতায়

প্রেমময় স্নিগ্ধতায়

1 min
159

এক বর্ষাস্নাত রাতে এসেছিলে তুমি

স্নিগ্ধ ভেজা রূপময়ী দৃষ্টিতে 

আধো ভেজা, সেই প্রাণচঞ্চল বৃষ্টিতে। 

আজও যেন অমর সেই স্মৃতি জল 

পরনে ভেজা কাপড় যেন আজও অটল।

মনে পড়ে সেই প্রাণচঞ্চল পাখিদের গান, 

যেন জাগায় তোমার আমার নব প্রেমের বান।

খুঁজি আজও অকাতরে

স্মৃতিগুলো হয়নিকো ম্লান।

মনে পড়ে,

একলা সাঁঝে অকাতরে, 

সন্ধ্যায় সেই রাঙা গোধূলির আলোয়

তোমার তামাটে চুলের ঘটছে বেলির মালায়, 

সাজিয়েছিলাম নব রাঙা বধূ তোমায় 

চলে গেলে রেখে শুধু সেই সব স্মৃতি 

ধরণীর মিলন মেলায়, 

আজও খুঁজি আমি শুধুই তোমায়

সেই একই প্রেমময় স্নিগ্ধতায় । 

 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract