STORYMIRROR

Kanij Fatema

Abstract Tragedy

3  

Kanij Fatema

Abstract Tragedy

আমার আমি

আমার আমি

1 min
149

কত গল্প কথা মিথ্যে হয়ে যায় 

কত স্বপ্ন কেবল ফিরে ফিরে যায়। 

বদ্ধ ঘরে আবেগের দরজাটা খুলে দিয়ে হায় 

আয়নায় আমিটাকে দেখেই থমকে দাঁড়ায়। 

কত বয়স হল আজ? 

চল্লিশের কোঠা পেরোলো বোধহয়–তাই না রাজ?

চোখের নিচেও ভীষণ কালি পড়েছে 

কাঁচা চুলেও সাদা হয়ে পাক ধরেছে। 

কি করে এত বয়স হয়ে গেল! 

জীবনের দোলাচলে জানা নাহি হলো! 

শত কিছুর ভীরে নিজেকে হয়নি চেনা,

আমার হৃদয় কুঞ্জনীরের হাসনাহেনা!

এতকাল পরে খুব মনে হয়, 

আলেয়ার পিছু ছুটে জীবন হয়েছে ক্ষয়।

শত দায়িত্বের ভীড়ে চাপা পড়ে গেছে এই মন 

সুখের খোঁজে সে আজো পাড়ি দেয় সুনীল গগন।

বেলা ফুরাবার কালে,

বুঝিনু,ভালোবাসা হীনে সুখ নাহি মেলে!

অর্থের অঢেলতায় কেনা ঐ কুসুমকোমল আয়েশদার,

নির্ঘুম এই আমিটার বেদনার আর্তচিৎকার

রাতভর কোনঠাসা বেদনাগুলো অশ্রুতে নায়

অমোঘ তুমি কেমন করে ঘুমিয়ে থাকো হায়?

তব দিনশেষে ঐ এক পরিচয়,

মিথ্যে অসার এই হাসিটা প্রাণে নাহি সয়।

আজ আমি বড্ড ক্লান্ত এত অভিনয়ের ভীরে,

তাই,আমার আমিটাকেই হঠাৎ খুঁজি হৃদয়ের স্বপ্ননীরে।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract