একদিনের অপেক্ষায়
একদিনের অপেক্ষায়


সে এক বৃষ্টির দিন,
সবুজের নেশায় প্রকৃতি মেতে উঠেছে |
পাহাড়ি নদীর ছন্দে সুর মিলিয়ে প্রবাহিত হয়েছিলে তুমি,
চোখে গাঢ় ভালবাসার কাজল মেখে |
তেমার অনুচ্চারিত শব্দগুলি এসেছিল একটা ঝরণার কাছে,
না, সে তো ঝরণা নয়, জলপ্রপাত |
প্রতিধ্বনি ফিরিয়েছিল সে ,
কিন্তু তার ব্যক্তিত্বের প্রবল বারিধারার গর্জনে তা হারিয়ে গেছিল|
শুনতে পাওনি তুমি |
তবে সোচ্চার না হওয়ার দায়ে ভালবাসা মরে না |
অপেক্ষায় আছে সে |
প্রতিক্ষিত একদিনের অপেক্ষায় |