নিখোঁজ বর্ষণে
নিখোঁজ বর্ষণে


দূরবীন ছিল চোখে,
ধু ধু মরুভূমিতে খুঁজেছিলাম দিশা...
যদি তুমি পাঠাতে একবিন্দু মেঘ,
আমি ডাক দিতাম বন্যাকে,
হয়তো সৃষ্টি হতো মরুদ্যান!
বৃষ্টি আসেনি, হৃদয় জুড়ে শুধুই শুকনো বালি
দু'চোখ এখনো অশান্ত
অপ্রাপ্ত মরুদ্যানের খোঁজে।
দূরবীন ছিল চোখে,
ধু ধু মরুভূমিতে খুঁজেছিলাম দিশা...
যদি তুমি পাঠাতে একবিন্দু মেঘ,
আমি ডাক দিতাম বন্যাকে,
হয়তো সৃষ্টি হতো মরুদ্যান!
বৃষ্টি আসেনি, হৃদয় জুড়ে শুধুই শুকনো বালি
দু'চোখ এখনো অশান্ত
অপ্রাপ্ত মরুদ্যানের খোঁজে।