অনুচ্চারিত
অনুচ্চারিত

1 min

791
তোমার চোখদুটো বড় কথা বলে |
তোমার ঠোঁটদুটো যখন মনের সঙ্গ ত্যাগ করেছে,
তোমার চোখদুটো তখন বড় কথা বলে |
ওই চোখে দেখি গভীর সমুদ্র,
সেই সমুদ্রের এক দুর্লভ ঝিনুকে
লুকিয়ে রয়েছে আকাঙ্খার মাণিক্যরা|
এদের তুমি লুকিয়ে রাখো |
কিন্তু আমি যে চোখের ভাষা বুঝি,
তাই মনের অতল থেকে কুড়িয়ে আনি
তোমার লুকিয়ে ফেলা ধনরাশি |
কথা দিলাম,
এ সম্পদ আমি রক্ষা করব |
অনুচ্চারিত