বড় দেরি করে এলে
বড় দেরি করে এলে
বড় দেরি করে এলে!
তুমি এলে কিন্তু আমার হৃদয়ে পাহাড়ের ভার,
রক্তশূন্য হৃৎপিণ্ডে শুধু কালচে ধমনীর রেখা
তারপর তুমি এলে !
কাঁটাবনে পুতলে সবুজের বীজ,
সে সবুজ রক্তাক্ত হলো কাঁটার আঁচড়ে ,
বহুদিনের জঞ্জাল কিনা !
তারপর তুমি এলে,
হটাৎ হৃৎপিণ্ডে জমে ওঠে বিন্দু বিন্দু ঘাম ,
তবে কি আবার সিক্ত হলো মন!
জানি তুমি এলে