এক পৃথিবী ঝড়
এক পৃথিবী ঝড়

1 min

1.0K
ঈশান কোণে জমলো যে মেঘ
উঠলো মহাঝড়,
মনকে সুধাই,
ওরে ভোলানাথ-ঝড় কি লো তোর 'পর?
হাওয়ার সাথে প্রবল বেগে,
ধুলোর সাথে উড়ি,
ঝড়েই তবে পুড়লো কপাল
ঝড়েই যে মন চুরি।
লন্ড ভন্ড মহাপ্রচন্ড
প্রলংয়ঙ্কর ঝড়
গিরি নন্দিনী, প্রলয়ঙ্করী
ঝড়কে দিলাম ঘর।