শব্দের আর্তনাদ
শব্দের আর্তনাদ
শব্দগুলি পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো ।
না, কোনো প্রতিদ্ধনি শোনা যায়নি,
শব্দগুলি আজও রয়ে গেছে, টুকরো টুকরো ছেঁড়া পাতার ভাঁজে ।
ডায়রির ফাঁকে শুকিয়ে যাওয়া গোলাপটা শুধু তাদের সাথে কথা বলে ,
তারা যে সমব্যাথী ।
শব্দগুলি আজও রয়ে গেছে,
গলার কাছে দোলা পাকিয়ে আসা যন্ত্রণার মাঝে,
কিংবা বিনিদ্র একলা রাতের চোখের কোণে শুকিয়ে যাওয়া কয়েক বিন্দু জলে ।
চোখ দুটি প্রাণপন চেষ্টা করে শব্দগুলিকে গিলে নিতে ,
শব্দগুলি দ্বিগুন স্বরে ফায়ার এসে বলে,
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি ।